ঘুম’ শব্দটির সবচেয়ে পরিচিত সমার্থক শব্দ হচ্ছে নিদ্রা। বিশ্রাম, নিদ, সুপ্তি, তন্দ্রা, নিষুপ্তি, সুষুপ্তি—এসবও ঘুমের সমার্থক শব্দ। মজার ব্যাপার হচ্ছে ঘুম নামে দার্জিলিংয়ে একটি রেলস্টেশন আছে, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ৪০৭ ফুট উচ্চতায় এবং ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত।